এসো কবিতা শোনাবো
অজিত কুমার কর


লিখছি না চিঠি ফোনেই তোমাকে বলি
সম্বোধনের প্রয়োজন ফুরিয়েছে
তোমার শহর আমার শহরতলি
নবপল্লবে তরুশাখা ভরে গেছে।


রঙের প্লাবন কৃষ্ণচূড়ার শাখে
কোকিলের কুহু শাল্মলি কিংশুকে
মধু জমা করে মৌমাছি মৌচাকে
জোয়ার এসেছে যেন প্রকৃতির বুকে।


আমার কথায় যদি না ও মন ভরে
চলে এসো তুমি বার্তা পাঠিয়ো আগে
মিলবো আমরা সকলের অগোচরে
খোলা প্রাঙ্গণে আমার গোলাপবাগে।


কী পরে আসবে? পরে এসো সেই শাড়ি
যত আভরণ এখানেই সব পাবে
সন্ধ্যা এখানে নামে খুব তাড়াতাড়ি
গোধূলির রং আঁধারে হারিয়ে যাবে।


কবিতা শোনাবো বসে পলাশের তলে
ঝিল্লির ডাকে সন্ধ্যা মুখর হবে
আকাশের রং মিশে যাবে যেই জলে
দখিনা পবন ভরে দেবে সৌরভে।


© অজিত কুমার কর