*           এটাই জীবন
          অজিত কুমার কর


  দুদুটো দুধেল গাভী তৃষ্ণার্ত এমন
পুকুরে নেমেছে ওরা বাঁচাতে জীবন।
           এবার বিশ্রাম নেবে
          তরুরাজি ছায়া দেবে
  মানুষ খাবার পরে জিরায় যেমন।


আবার চরিবে মাঠে বিরামের পর
         যখন ফুরোবে বেলা
         রাখালের শেষ খেলা
তখন ফিরিবে ওরা নিজ নিজ ঘর
ভরাপেটে খুশিমনে দুলিয়ে উদর।


  বাছুর ডাঙায় আছে মা'র প্রতীক্ষায়
ওরা তো এখনো ছোটো শুধু দুধ খায়।
             বড় চঞ্চল অস্থির
            দিঘির সরসী নীর
দুটোই ওপর থেকে ওদিকে তাকায়।


  আর কত জল খাবে এসোনা এবার
মৃদুস্বরে মা'কে ডাকে ওরা বারংবার।
           তাকাল জননী ফিরে
          উঠে এলো ধীরে ধীরে
থেমে গেল হাম্বা রব, নিকটে মা তাঁর।