গ্রীষ্মকালে এলে না তো বেজায় কষ্ট হয়
আষাঢ় মাসের প্রথম দিনে গর্জনে প্রলয়।
জগন্নাথের জন্য আগাম এমন উপহার!
রাগ করো না  এ' কথাতে করুণা তোমার।


চঞ্চলতা পড়ছে চোখে রোদের তাপও কম
মৌসুমী তে হিমের পরশ সত্যি মনোরম।
মেঘে যখন ঝলসে ওঠে লকলকে চাবুক
বজ্র ধ্বনি শুনে আমার কম্পিত হয় বুক।


কখনো বা টাপুর টুপুর কখনো ঝির ঝির
আঙিনাতে তখন আমি এক্কেবারে স্থির।
বৃষ্টিধারায় ভিজে আমি কমাই দেহতাপ
শ্যামাঙ্গিনি ধরায় হাতে ঠান্ডা কফি-কাপ।


বৃষ্টি ভেজা দ্বিপ্রহরে কেবলই ঝোলভাত
আমের দুটো ফালি দেবে, টক দই  নির্ঘাত।
ঘুম পেলেও থাকি জেগে মন বড় চঞ্চল
কী লিখি কী লিখি ভেবে লেখনী সচল।