ফাগুন দিন মন রঙিন
অজিত কুমার কর


শীতের শেষে ফাগুন এসে
বদলে দিল রূপ,
ও' প্রিয়তি কী তোর মতি
এখনো তুই চুপ!

এমন ক্ষণে পলাশ-বনে
আয় না ছুটে যাই,
মন পড়ে না সঙ্গ দে-না
তোরেই শুধু চাই।


চমকে যাবি এলেই পাবি
বলবো না, আজ থাক,
এখন বিকাল আসবি তো কাল
ফিরাস না এই ডাক।


সাতনরি হার তোকে দেবার
সাধ্য আমার নেই,
গাঁথা রাতে নিজের হাতে
মালা দিলাম এই।


হাঁটছি এখন আমরা দু'জন
পলাশ লালে লাল,
কুসুম শিমুল মাদার জারুল
পাশে মহুল শাল।


© অজিত কুমার কর