ফেসবুক আমার চারণভূমি


প্রিয়দর্শিনী ওগো ফেসবুক তোমারেই ভালোবাসি
হৃদয় মাঝারে রেখেছ আমারে অধরে স্নিগ্ধ হাসি।
যদি কোনোদিন ফিরে আসি ফের আমারে কি কোলে নেবে
লেখনী তখন না হলে সচল তবে কি সরিয়ে দেবে?


মানুষ না হয়ে হয়তো তখন মাছরাঙা হতে পারি
আকাশের বুকে যদি মেঘ হই ছড়াবো তখন বারি।
সময় আমার ফুরিয়ে এসেছে বেজে যাবে শেষ বাঁশি
তুমি কি রাখবে গুছিয়ে আমার বিদায়বেলার হাসি।


তোমার পাতায় রয়েছে সাগর পশু-পাখি গাছপালা
ভিখারি রয়েছে, রয়েছে আমীর রাজবাড়ী আটচালা।
হতে পারি আমি কস্তুরী মৃগ  স্থান হবে ঘন বনে
ওগো ফেসবুক তখন কি তুমি আমারে রাখবে মনে?

তুমি তো বিচার করো না এসব তাই এত ভালবাসি
কী নেই পাতায় সবকিছু আছে সুখ দুখ পাশাপাশি।
ফিরাবে না বলো, যদি ফিরে আসি পরিযায়ী পাখি হয়ে
সাইবেরিয়ায় রইবো তখন হিমানী আনব বয়ে।


তোমাকে নিয়েই লিখছি কবিতা পাঠাবো পদ্মাপারে
শস্যশ্যামল বাংলাদেশের জিসানের দরবারে।
তুমি যেন এক বিস্তৃত মাঠ আমার চারণভূমি
রেখেছ আদরে কুঞ্জে তোমার পরম দরদি তুমি।


#অজিত কুমার কর