ফিরে যাব মহাশূন্যে
অজিত কুমার কর


যোগবিয়োগের চলছে খেলা ভূমন্ডলে
জন্ম যদি যোগ হয়, তবে বিয়োগ হবে
মৃত্যু জীবের, এ সত্যটা সগৌরবে
বলুক মানুষ, অন্তরীক্ষে-জলে-স্থলে।


অণুবীক্ষণ বা দূরবীনে দেয় না ধরা
সৃষ্টিকর্তা। ইলেকট্রন ও বোসন কণা
ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংখ্যা গনা
মাইক্রোস্কোপ বলে সহজ, নয় অধরা।


নিঃস্ব ছিলাম পরিপূর্ণ এখন আমি
শূন্য হয়ে মিলিয়ে যাব মহাশূন্যে
তখন কি কেউ হদিস পাবে আপন পুণ্যে?
পাবে কেবল দিব্যচক্ষে অন্তর্যামী।


নতুন নামে ডেকে বলবে ওইতো বীটা
সংখ্যা একটা থাকতে পারে বীটার পাশে
পার্থিব নাম মিশে যাবে নীল আকাশে
ঘুরব আমি, ঘুরছে যেমন পৃথিবীটা।


তখন আমার জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড
যাদের আলো পৌঁছে যায়নি ধরণীতে
কাছে গিয়ে পারব আমি জানিয়ে দিতে
তোমাদের নাম কেউ জানে না, বোঝো কান্ড!


টেলিস্কোপে চোখ রেখেছে সন্ধানীরা
অন্য গ্রহে প্রাণ আছে কি? প্রশ্ন কত
রহস্যভেদ করার জন্য কর্মরত
কবে দেবে এর উত্তর বিজ্ঞানীরা?


© অজিত কুমার কর