ফুলের হাসি


তোর হাসি আর ফুলের হাসি কোনো তফাৎ নাই
শিউলি ফুলের গন্ধ ছড়ায় সর্বদা তা পাই।
শতদলের মতোই শোভন বরন গোলাপ লাল
চোখের তারায় লেগে আছে রইবে চিরকাল।


লাল রঙ্গনের আড়াল থেকে মারলে উঁকি তুই
উপচে পড়ে খুশির রাশি যেমনি আমি ছুঁই।
এই কাননে ফুটে আছে আরো অনেক ফুল
তোরই দিকে নজর পড়ে লাল ঝুঁটি বুলবুল।


কখনো বা ফিনিক্স পাখি উড়ে বেড়াস খুব
আবার ডাহুক পাখির মতন দুপুরে গুবগুব।
বিকেলবেলা যখন বহে দখিন সমীরণ
মাঠের ডাকে সাড়া দিতে প্রস্তুতি তখন।


পায়ে কি তোর সরষে আছে সর্বদা চঞ্চল
কি করে যে পারিস এত বাজে ঘুঙুর মল।
সবার দিকে লক্ষ্য নজর আমিও বাদ নেই
ধমকানি জোর কড়া শাসন বে-তালে হইচই।


কত কথাই পড়ছে মনে আর কী লিখি বল
বিকেলবেলা শরীরচর্চা, দীপ্তি সমুজ্জ্বল।
মামা-মাসি-দাদু-দিদা সবার প্রিয় তুই
পাঁপর-পোস্ত দুধভাত চাই রইত পড়ে রুই।


বরাবরই অংকে কাঁচা আর কিছুতে নয়
আস্থা আমার অটুট ছিল সাফল্য নিশ্চয়।
প্রমাণ পেলাম ফলাফলে চকচকে তোর মুখ
সফলতার হাসি দেখে চমকালো দুর্মুখ।


কে পাঠালো মাটির ঘরে কন্যা অপরূপ
বিজয়িনী সর্বক্ষেত্রে আমিল অনুরূপ।
এখনো যে অনেক বাকি ছুটছে বিজয়রথ
প্রভুর কাছে প্রার্থনা এই মসৃণ হোক পথ।


@ অজিত কুমার কর