ঘুচে গেল একাকীত্ব
অজিত কুমার কর


কীভাবে যে সময় কাটাই শুধুই এ মন জানে
হাসতে আমি ভুলে গেছি আনন্দ নেই প্রাণে।
ঘুম ভেঙে যায় শেষ প্রহরে যখন মোরগ ডাকে
একটু পরেই উড়াল দেবে বিহগ ঝাঁকে ঝাঁকে।


পুবের আকাশ ফর্সা হলেই রই না বসে ঘরে
কোথাও কিছুর অভাব আমার এল না গোচরে।
আমার বিষণ্ণতার শরীক কেবল আমিই একা
লুকিয়ে রাখি কুলুঙ্গিতে যায় না তাকে দেখা।


যার ছবিটা আঁকা আছে আমার মানসপটে
বিকেলটা কি তাঁরও কাটে বসে নদীর তটে?
নৌকা বেয়ে যেতাম তবে নিতাম ওকে তুলে
ভ্রমর কেমন উড়ে বেড়ায় বনের ফোটা ফুলে।


সেই সুদিনের আশায় আশায় পথটি চেয়ে থাকি
মনমুকুরে সেই সুখকর শোভন ছবিই আঁকি।
গোধূলিতে হাঁটছি আমরা দুজন পাশাপাশি
আকাশ তখন ছড়িয়ে দেবে আবির রাশি রাশি।


মাস অঘ্রান পূর্ণিমা আজ উঠে পূর্ণ শশী
বাতাস বলল, 'আসবে নেমে নিশীথেই উর্বশী'।
ওর প্রতীক্ষায় বসেছিলাম কংসাবতীর তীরে
বিহ্বলতায় ভেসে গেলাম, হাজির সশরীরে!


© অজিত কুমার কর