*
পাবো না কি আর            পরশ তোমার
             বেলাটুকু গেল গড়িয়ে
আমার এ মন                কেন যে এমন
             মায়ালতা আছে জড়িয়ে।


নাই কেহ তুমি ছাড়া      যে দেবে হৃদয়ে নাড়া
                  তটিনীর তীরে
                 হাঁটি ধীরে ধীরে
             কত কিছু আছে ছড়িয়ে।


পাতা পড়ে ঝরে                   ধরণির 'পরে
            মেলে না তো সাড়া পতনে,
কত বনফুল                         বরন অতুল
            ডেকেছো কি তারে যতনে।
দীপখানি জ্বেলে নিয়ে     তুলসীতলাতে গিয়ে
                   মাথা নত করি
                  তোমারেই স্মরি
             মালাখানি গলে পরিয়ে।