গৌরবময় বিজয়দিবস
অজিত কুমার কর

দেশের জন্য কঠিন লড়াই
রাখতে হবে মায়ের মান,
বজ্রকণ্ঠে আহ্বান জানায়
শেখ মুজিবুর রহমান।

ন'মাস ধরে টানাপোড়েন
অবশেষে যুদ্ধ শেষ,
অনেক রক্ত ঝরার পরে
জন্ম নিল বাংলাদেশ।

ছাব্বিশে মার্চ বিজয়দিবস
সবুজ খেতে সূর্য লাল,
এতদিন পর বাঙালি পায়
সত্যিকারের এক সকাল।

এবার দেশেকে গড়তে হবে
নিতে হবে আজ শপথ,
কাঁধ মিলিয়ে লাগবো কাজে
এ ছাড়া তো নেইকে পথ।

দীর্ঘ দিনের পোষণ করা
স্বপ্নপূরণ হলো আজ,
বাংলা মায়ের গা'য়ে উঠবে
এবার নিত্য নতুন সাজ।

© অজিত কুমার কর