হাড়বজ্জাত
অজিত কুমার কর


কুকুরগুলো হাড়বজ্জাত
দেখলে করে তাড়া
দুকান রাখি খাড়া
দৌড়ে গিয়ে গাছে উঠি
করব কী তা ছাড়া।


খাবার সময় পেলাম কোথা
খাচ্ছি ডালে বসে
ভাবছে পড়বে খসে
কুকুর ভাবে ওরাই চালাক
ঘুমাব দম কষে।


গাছের নিচেই শুয়েছিল
এখন গেল সরে
যাবে বাবুর ঘরে
সুযোগ পেয়ে নেমে গেলাম
আমি সুড়ুত করে।


পিছু লাগার স্বভাব ওদের
তাইতো যাই না কাছে
কামড় লাগায় পাছে
শত যোজন দূরেই থাকি
আনাচে কানাচে।


আমরা লোভী ওরাও লোভী
আসক্তি দুধ মাছে
টেংরি পেলে নাচে
ভাগ বসাতে চাস খাবারে
পারিস তো ওঠ গাছে।


© অজিত কুমার কর