যোগাযোগের রাস্তা শুধু
গাছের সাঁকো
খরস্রোতা নদী নীচে
তাঁরেই ডাকো।


অতি দুর্গম পাহাড়ি পথ
শিখীর কেকা
শ্বাপদ ছাড়া মনুষ্যকে
যায় না দেখা।


পাহাড়কোলে নির্জনতায়
থাকবে নাকি?
সিদ্ধিলাভের মহার্ঘ্য স্থান
ভাবনাটা কী!


এমন স্থানে আসেনি কেঊ
আজ অবধি
একনিষ্ঠ সাধনাতে
মিলবে বোধি।


মহামন্ত্র ধ্বনি ওংকার
চলবে জপে
পাহাড়গাত্র উঠবে কেঁপে
ওর প্রকোপে।


উইঢিপিতে পড়বে ঢাকা
তোমার দেহ
মিলবে তখন দেবদেবীদের
অগাধ স্নেহ।