*
অকালে নিবিল বাতি    শোকস্তব্ধ দেশ জাতি
‌                 অপরাহ্ন বেলা,
সহসা বিকট শব্দ            ক্ষণপরে সব স্তব্ধ
                 সর্বনাশা খেলা!


যত হিংসা ছিল জমে      উগারিল পুরোদমে
                 এত হিংস্র কারা?
কোয়েল ভুলেছে গান      চেনাবের অভিমান
                  রুদ্ধ স্রোতধারা।


পাশবিক মনোভাব        হত্যায় কি হয় লাভ
                  বিকৃত চেতনা,
ভ্রান্ত পথে যুবদল          অশ্রু ঝরে অবিরল
                  অসহ্য যন্ত্রণা।


এ কথা নিশ্চয় মানি       বন্ধ হলে হানাহানি
                শান্তি দেবে ধরা,
এগোবে সকল দেশ        প্রগতির নেই শেষ
                 হবে মনোহরা।