হল না ইচ্ছাপূরণ
অজিত কুমার কর


আমি ছিলাম ন্যাওটা মায়ের
মা'র আঁচলে আমার বাস,
গরু নিয়ে যাচ্ছি মাঠে
কিংবা ক্ষেতে মারছি ঘাস।


শ্লেটে লেখা অ-আ-ক-খ
হাতের ওপর মায়ের হাত,
এমন করেই শিখেছি সব
ছাড়েনি মা আমার সাথ।


বড় হতেই ঘনায় বিপদ
তখন দূ্রে যেতেই হয়,
আমার খুবই করুণ দশা
দিনও যেন আঁধারময়!


গ্রাম-শহরে অনেক তফাৎ
ক্ষেত খামারে অঢেল সুখ,
যখন কাছে নিয়ে এলাম
দেখি মায়ের গোমড়ামুখ।


হল না আর কাছে পাওয়া
ফিরল গাঁয়ে মা আমার,
এক শ্রাবণে উড়াল দিল
মানতে হল আমায় হার।


©  অজিত কুমার কর