হৃদপিঞ্জরে চিরবন্দি
অজিত কুমার কর


রঙিন চশমা দিয়ে দুচোখ ঢাকা
মোবাইলের তার গেছে দুই কানে
কে কী বলল শুনবে কেমন করে
এ মন বেড়ায় তোমারই সন্ধানে।


আমার কথা ভাবার সময় কোথা
উৎকণ্ঠায় অষ্টপ্রহর কাটে
হৃদয়জুড়ে শুধুই ধূ-ধূ বালি
ঝরালে না বৃষ্টি এ তল্লাটে।


কতটুকু রক্ত মানবদেহে
তাই দিয়ে কি ভেজে মরুর বালি
নজর দিলে তুমি দেখতে পাবে
কঙ্কালসার একটা দেহ খালি।


হবে না কি চিত্ত বিগলিত
নাকি তুমি তাকবেই না ফিরে
নাড়া দেবে না কি চেতনাতে
ভিজবে না কি কপোল অশ্রুনীরে?


একনাগাড়ে এত প্রশ্ন শুনে
এড়াবে কি না-শোনার ভান করে?
ওতে যদি মঙ্গল হয়, কোরো
পরপারেও রইবে এ পিঞ্জরে।


© অজিত কুমার কর