*     ইচ্ছেডানা
  অজিত কুমার কর


  দুটো পাখির ছানা
  মেলবে ইচ্ছেডানা।
      ভূমিতে নাই
      দ্বিতলে তাই
  শোনেনি মা'র মানা।


   গেল ঘুমের দেশে।
       স্বপ্ন কতো
     যে যার মতো
  জাগল রাত্রি শেষে
রবির আলোয় ভেসে।


দেখুক ওরা জগৎটাকে              
পড়তে পারে ঘূর্ণিপাকে।    
     বেড়িয়ে এসে
      বলবে হেসে
অভিজ্ঞতা তখন মা কে।


মা-ও শুনে অবাক হবে।
      'এটাই তো চাই
      দিন গুনে যাই
  এভারেস্টে উঠবি কবে
মিছে ভাবনা আমার তবে।'