যা চেয়েছি তাই পেয়েছি
অজিত কুমার কর


যা চেয়েছি তাই পেয়েছি
দারুণ আমার বর,
নদীর পাড়ে পর্ণকুটির
সামনে বিশাল চর।


চরেই আমার সবজি বাগান
ওটাই আমার মাঠ,
বালির ওপর হেঁটে চলি
বাঁধেনি তাই ঘাট।


দু'জন মিলে মাটি কুপাই
প্রত্যহ দিই জল,
ওরা বিমুখ করেনি কেই
নিত্য জোগায় ফল।


বাড়তি ফসল বিক্রি করি
সুখেই কাটে দিন,
গোরু বাছুর ছাগল মিলে
পোষ্য আমার তিন।


চাঁদনি রাতে চরে বেড়াই
ধরি বরের হাত,
মজার মজার গল্প বলে
বাড়তে থাকে রাত।


© অজিত কুমার কর