জবাব চাই
অজিত কুমার কর


খিদের কথা বলবে কারে
জননী নেই যার,
একা একাই উঠছে বেড়ে
কত কষ্ট তাঁর।


হাত পাতলে পয়সা জোটে
কিনেই খেতে হবে,
বর্ষাকালে দুর্যোগে কি
অভুক্ত সে র'বে?


বেঁচে থাকাই দুর্বিষহ
মরণ বুঝি ভালো,
নির্লিপ্ত এই পৃথিবী
কোথায় পাবে আলো।


শাসক শ্রেণি আমজনতা
বল এ কার দায়?
দেখলে পরে এড়িয়ে চল
পাছে সহায় চায়।


বেঁচে থাকার এ অধিকার
সব প্রাণীর আছে,
জবাব চাই দিতেই হবে
যাবে সে কার কাছে?


© অজিত কুমার কর