শ্রী জগন্নাথ বোন সুভদ্রা আর শ্রী বলরাম
মাসির বাড়ি যাবে আজি পূরবে মনস্কাম।
পরনে আজ নতুন পোশাক তিন রথ প্রস্তুত
আগেভাগে পৌঁছে গেছে মাসির বাড়ি দূত।


নিম্নচাপের ভ্রুকুটি নেই আকাশ পরিষ্কার
আনন্দ তাই বাঁধনহারা সব কচিকাঁচার।
ওদের রথের আকার ছোটো একাই টানে রথ
পথিক যারা দূরে সরে ফাঁকা এখন পথ।


রথযাত্রা মিলনমেলা লক্ষ লোকের ভিড়
জাতি ধর্ম নির্বিশেষে বাঁধন সুনিবিড়।
একটুখানি শান্তি খোঁজে মানুষ নিরন্তর
দুঃখ ব্যথায় জর্জরিত মনুষ্য-অন্তর।


নিতে পারি এখান থেকে সহিষ্ণুতার পাঠ
খোলা আকাশ মুক্ত বাতাস সবুজ ভরা মাঠ।
ভক্তি-শ্রদ্ধা বিনম্র ভাব শিষ্টের লক্ষণ
যে যার মতো করুক লোকে সাধনা ভজন।