যাচ্ছি আমি কাল
অজিত কুমার কর


ডাক আসবে এই আশাতে ছিলাম প্রতীক্ষায়
কেটে গেছে দিন মাস নয়, পঁচিশটা বছর
আমায় তুমি যাওনি ভুলে এটাও তো নয় কম
সাগরের জল শুকিয়ে গেছে ধূসর বালুচর।


রয়েছ তো দার্জিলিংয়ে হাড়কাঁপানো শীত
যতই কষ্ট হোকনা কেন যাচ্ছি আমি কাল
মোটা কম্বল সঙ্গে নিলাম আর গায়ে সেই কোট
শীত আটকাতে হাতে আমার তুচ্ছ দুটো ঢাল।


আপার বার্থে রিজার্ভেশন ওঠা কষ্টকর
কী আর করা যাবে বল সামনে বড়দিন
তিন-চার দিন ছুটি আছে সুবর্ণ সুযোগ
বাঙালির পা'য় সরষে আছে ঘোড়ার পিঠে জিন।


রওনা হলাম বাড়ি থেকে তিন ঘন্টার পথ
সময়মতো পৌঁছান চাই তাই এত তোড়জোড়
কী আনন্দ হচ্ছে মনে প্রকাশ অসম্ভব
পৌঁছে যাব রাত্রিশেষে দার্জিলিংয়ে ভোর।


স্বাগত জানাতে তুমি রইবে উপস্থিত
শিহরিত হচ্ছি আমি কী রূপে দর্শন
একগোছা রজনি হাতে নাকি লাল গোলাপ
ঘুম ভেঙেছে ভোর চারটায় উথালপাতাল মন।


© অজিত কুমার কর