*
    আসে ওরা সুদূর থেকে হাজার কয়েক মিলে
     কী অপূর্ব লাগে তখন নামবে যখন ঝিলে।
              ডানা দুটির কেমন বাহার
            রবির আলোয় রং ঝরে তার
চোখ ফেরানো যায় না মোটে 'কোথায় তোমরা ছিলে
     অকপটে করছি স্বীকার খুব আনন্দ দিলে।'


      দিঘির বুকে ছায়াটিও মনকে মোহিত করে
     ঢেউয়ের সাথে লুকোচুরি পুলক পড়ে ঝরে।
               বসে থাকি দিঘির ঘাটে
            সময় আমার ভালোই কাটে
     মন ক্যামেরায় ওসব ছবি যত্নে রাখি ধরে
    সূর্য ডুবে গেলেও আমি যাই না ফিরে ঘরে।


      বন্ধ ওদের ডাকাডাকি বন্ধ সাঁতার কাটা
  ঝাপটা মেরে জল ঝরিয়ে শুকনো করে গা-টা।
            দল বেঁধে রয় গাছের ডালে
           ঝোপের পাশে কেউ আড়ালে
     পক্ষী দেখার উৎসাহতে এবার পড়ে ভাটা
    মন বিহঙ্গ বাড়ায় তখন বাড়ির দিকে পা-টা।


   সকাল হলে আবার হাজির চলে প্রভাতফেরি
চা খেয়ে নিই পাশে কোথাও ফিরতে অনেক দেরি।
              যতই দেখি মন ভরে না
             ফিরবে ওরা সেই ঘরে-না
  শীত আসে তাই ওরা আসে দুচোখ ভরে হেরি
    বিষণ্ণ ভাব আমার মতো অন্য সকলেরই।