জানলা দিয়ে ভোরের আলো
অজিত কুমার কর


হাতের প্রদীপ নিভে যেতেই
তলিয়ে গেলাম অন্ধকারে
ডাকব কাকে কেউ কাছে নেই
রক্ষা করবে কে আমারে?


কেবলমাত্র আলোই পারে
তমসাকে হারিয়ে দিতে
এগিয়ে এল জোনাকিরা
সবাই মিলে সে ভার নিতে।


সম্মিলিত প্রচেষ্টাতেও
রাতের আঁধার যায়নি সরে
হাতড়ে হাতড়ে এগিয়ে গিয়ে
দাঁড়িয়ে থাকি প্রণাম করে।


কৃষ্ণপক্ষ চলছে এখন
উঠবে শশী অনেক রাতে
তখন আলো মিলবে কিনা
দায়-দায়িত্ব মেঘের হাতে।


ঢং ঢং ঢং দেয়ালঘড়ি
এক দুই তিন দশটা বাজে
চাঁদ উঠল ঝলমলিয়ে
মেঘ সরেছে বোধহয় লাজে।


ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি
জানলা দিয়ে ভোরের আলো
সারা ভুবন উদ্ভাসিত
হারিয়ে গেছে রাতের কালো।


© অজিত কুমার কর