অন্তরে আজ রবীন্দ্রনাথ অর্ঘ্য আমার হাতে
কৃষ্ণচূড়া লাল করবী তুলেছি আজ প্রাতে।
রবির হাসি পুব গগনে পাতায় ঝিলিমিলি
ভালোবাসার সোহাগরেণু করবো আজি বিলি।


কত কী যে ভাবনা মনে মেলবে এবার ডানা
পৌঁছে যাবে জোড়াসাঁকো মানবে না সে মানা।
ভুবনডাঙা কোপাই নদী স্নিগ্ধ ছাতিমতলা
সবার পিছে আছেন তিনি নির্ভয়ে পথচলা।


রাঙা মাটির পথটি ধরে আসছে বাউল হেঁটে
একতারাতে গানের কলি তৃষ্ণা আমার মেটে।
বাউলবেশে দিলেন ধরা এমন পুণ্য দিনে
বোশেখ মাসের পঁচিশ আজি এলেন পথটি চিনে।


কী দিয়ে যে পুজি তোমায় দাওনা আমায় বলে
কাঁচাহাতের কয়েক লাইন বলছি পূজার ছলে।
সূর্য যেমন ময়ূখ দিয়ে মুছায় ধরার কালো
তেমনি তুমি মশাল ধরে দেখাও আমায় আলো।


সেই আলোতে চিত্ত আমার ঝর্না হয়ে ছোটে
মনের যত কুসুমকলি পুষ্প হয়ে ফোটে।
সুগন্ধি ওই কুসুম দিয়ে গাঁথা আমার মালা
পরাব আজ তোমার গলে শূন্য করে ডালা।