জন্মদিনে ছোট্টো শিশু
অজিত কুমার কর


নাতি নাতনি করল পালন
লেকের বুকে নয়কো ঘরে,
ওদের দাদুর জন্মদিবস
সন্ধেবেলা সাড়ম্বরে।


চারিদিকে এলইডি ল্যাম্প
সামনে তবু বাতির সারি,
ওদের ফুঁতেই নিভল শিখা
আমি কি আর এখন পারি।


হ্যাপী বার্থডে ডিয়ার দাদু
হাতে আমার তখন ছুরি,
কেটে কেটে ওদের দিলাম
আমায় দিল সব আদুরী।


আমি যেন ছোট্টো শিশু
আমায় নিয়ে নাচানাচি,
মেয়ে জামাই গৃহিনীও
সবাই ছিল কাছাকাছি।


রঙিন হল তখন আকাশ
উড়ল কত আতশবাজি,
ওই রঙেতেই মন রাঙালাম
জন্মদিন যে আমার আজই।


© অজিত কুমার কর