সমরেশ-কন্যা শুচিস্মিতা কে
প্রীতি উপহার -


জন্মোৎসব


সেদিন ছিল জুন এগারো
বৃষ্টিধারা অধিক আরো
অস্থির সমরেশ,
চলছে তখন প্রহর গোনা
পড়ল ঝরে তারার কণা
কাজল কালো কেশ।


কন্যারত্নের পিতা এখন
পুলকিত তাঁর তনু মন
দেখল রবির কর,
জন্মদাত্রী অচৈতন্য
মীনাক্ষী যে কৃপাধন্য
ঈশ্বর নির্ভর।


মেঘ জমে মেঘ কেটেও যায়
শুচিস্মিতা আলো ছড়ায়
ঝলমলে রোদ্দুর,
বিষণ্ণতাও গেল কেটে
চাতকপাখির তৃষা মেটে
উজ্জ্বল কোহিনুর।


সেই এগারো ফিরেছে আজ
পরিপাটি সকলের সাজ
আনন্দ উৎসব,
তাইতো খুশির বহিঃপ্রকাশ
মেঘবলাকা ছাইল আকাশ
পাখির কলরব।


#অজিত কুমার কর