ভোর এসে রোজ বলবে ডেকে, 'ঘুমোও কেন এবার ওঠো'
ঘুম ভাঙে না তাতেও আমার আমি যে খুব এখন ছোটো।
এত আগে ঘুম ভাঙে ওর কে ডেকে দেয় তখন ওকে,
ঘুমের ঘোরে ভাবছি আমি নিদ্রা কি নেই ওর দুচোখে?


মনের কথা বুঝতে পেরে ভোর জানালো হেসে হেসে
জাগায় আমায় তরুণ তপন অন্তরালে রয় ও' ভেসে।
ভোরের সাথে মিতালি খুব, চুপ করে কি রইতে পারি
শুক ও শারি দেখায় আলো আমিও ভোর পথচারি।


ভোর ডাকে তাই ওদের দেখি ফাঁকা রাস্তা জোরসে হাঁটি
কখনো বা জগিং করি ভোরের বাতাস শীতল খাঁটি।
কখন যে ভোর হারিয়ে গেল পুবাকাশে রঙিন রবি
চোখে আমার তখন ভাসে টিপ পরা মা'র মুখের ছবি।


জেগে ওঠার মন্ত্র যদি অরুণ আমায় আগাম দিত
চুমায় চুমায় ভরিয়ে দিতাম গাল বাড়িয়ে ও' ঠিক নিত।
দেরি হলে অখুশি হয়, মুখ দেখে মা'র বুঝতে পারি
মন্ত্র যদি থাকতো জানা একদিনও কি তখন হারি?