যেখানে বাঙালি সেখানে দুর্গাপূজা
অজিত কুমার কর


যেখানে বাঙালি সেখানে দুর্গাপূজা
কত সুখ দেয় শরতে মা দশভুজা।
বর্ষণ শেষে প্রকৃতি বর্ণময়
প্রতিমা গড়তে শিল্পী ব্যস্ত রয়।


সবুজে সবুজে সারামাঠ ছয়লাপ
করা মুশকিল এ'সুখের পরিমাপ।
কাশফুলে ঢেউ দিঘিতে পদ্মফুল
মধু সংগ্রহে মৌমাছি মশগুল।


একচালাতেই দেবদেবী সমাসীন
বেশ আনন্দে কেটে যায় কটাদিন।
বাগানবিলাস-শেফালি- হাসনুহেনা
পলাশপ্রিয়াকে গাঁদা ছাড়া মানাবে না।


যেখানেই পুজো ভিড় জমে সেখানেই
লুটে নেয় মজা কচিকাঁচা সকলেই।
ঘোরে সারাদিন মণ্ডপে মণ্ডপে
পেটপুজো সাথে পাঁপরে কেউ বা চপে।


© অজিত কুমার কর