.            যেতে হবে ছেড়ে
            অজিত কুমার কর


ওরা নেবে কেড়ে   যেতে হবে ছেড়ে
              নিভু নিভু হলে বাতি,
কেহ কেঁদে মরে    মেয়ে ছেলে ঘরে
            নেমে আসে গাঢ় রাতি।


মেনে নিতে হবে      যারা বেঁচে র'বে
           লিখা আছে লিপি ভালে,
সুতো কেটে গেলে  ঘুড়ি ডানা মেলে
           পড়ে গিয়ে মাঠে ডালে।


বেজে গেলে বাঁশি  খুশি রাশি রাশি
           চলে যাব একা একা,
ফুলে ফুলে ঢাকা    শুধু চেয়ে থাকা
          সখা তুমি দিয়ো দেখা।


নিয়ো কোলে তুলে   যত কিছু ভুলে
            জানি আছে দয়া মায়া,
দয়া করো দীনে       বাঁধা র'ব ঋণে
          কায়া কোথা, শুধু ছায়া।