ঝরাও বৃষ্টি অনর্গল
অজিত কুমার কর


ক্যালেন্ডারে আষাঢ় শুরু বর্ষা তুমি এলে না তো
রৌদ্রতাপে ফোস্কা পড়ে করোনি তো দৃষ্টিপাতও।
সাধের কত গাছগাছালি মৃত্যুমুখে তুমি ছাড়া
তাকিয়ে আছে ঊর্ধ্বপানে উঠবে হেসে দিলে সাড়া।


পুকুর থেকে কলশি ভরে জল তুলছি একা আমি
দশ-বারোটা কাঠের ধাপি উঠতে গিয়ে মাঝে থামি।
গা থেকে ঘাম পড়ছে ঝরে ক্লান্ত হলে বসে পড়ি
লোক লাগালে কাজের শেষে মাইনে দিতে লাগে কড়ি।


বৃষ্টি ছাড়া ফোটে না ফুল এ কথা কী নেইকো জানা
কানুর মতো দুষ্টু হলে ভরা কলশি হতোই কানা।
কোথায় তুমি আটকে আছ ডিঙিয়ে এসো যত বাধা
হাপিত্যেশ করছি আমি শ্যামবিহনে কাঁদে রাধা।


মেঘ জমলে পেখম তুলে ময়ূরী মন নেচে ওঠে
জল ঝরলে জুঁই-মাধবী-কদম কেয়া-বেলি ফোটে।
কী দিয়ে হায় রাগ ভাঙাবো পছন্দ কী দাওনা বলে
অসাধ্য না হলেই দেব মেলে যদি এ অঞ্চলে।


দিনের শেষে রাত্রি নামে আগামীকাল আবার আসে
নীল আকাশে কালিমা নেই শুধু সফেদ মেঘই ভাসে।
বাষ্পীভূত হয়েছে ঢের রেখেছ তো উদর ভ'রে
কৃপণ কেন, ঝরাও সখি না হলে সব যাবেই মরে।


© অজিত কুমার কর