জীবনে নেই অবসর
অজিত কুমার কর


প্রাণ আছে যার কাজ আছে রোজ তাঁর
নিজের জন্য, পরের জন্য কিছু
এভাবেই চলে বিশ্বব্রহ্মাণ্ড
স্থবিরতা পায় প্রাণ নাই দেহে যার।


কীটপতঙ্গ পশুপাখি আছে যত
অবসর নেই দিবানিশি শুধু কাজ
যখন ঘুমোয় ওইটুকু অবসর
আমৃত্যু তাঁরা সকলে কর্মরত।


আমরা মানুষ বিচিত্র সব পেশা
কেউ ভাস্কর কেউ কেউ শিক্ষক
কৃষক-শ্রমিক-ডাক্তার-কবিরাজ
বিজ্ঞানীদের গবেষণাটাই নেশা।


ষাট-বাষট্টি চাকুরিজীবন শেষ
গতানুগতিক কাজ থেকে অবসর
জীবনপ্রবাহ চলে আঁকাবাঁকা পথে
লিখছি এখন করি না হাপিত্যেশ।


সকল প্রাণীর সুসীমিত পরমায়ু
তিমি-কচ্ছপ-স্পঞ্জ দীর্ঘজীবী
চির অবসর কখন যে কার মেলে
কাজ করে, যতদিন দেহে প্রাণবায়ু।


© অজিত কুমার কর