জীবনের যবনিকা


যে চলে যায় এ ঘর ছেড়ে আর আসে না ফিরে
রাস্তা পিছল করো না ওর তোমার অশ্রুনীরে
                             আর আসে না ফিরে।
           দিন সবারই হাতে গোনা
           বন্ধ তখন আনাগোনা
ডাক এসেছে যেতেই হবে যতই রাখ ঘিরে
                              আর আসে না ফিরে।


নদী যেমন হেসে হেসে নীল সাগরে মেশে
অমর আত্মা পাড়ি জমায় বৈকুণ্ঠে অক্লেশে।
          জীবন মানে কান্না হাসি
          দুঃখ সুখের ভেলায় ভাসি
অদৃশ্য এক মায়ার বাঁধন নিমেষে যায় ছিঁড়ে
                             আর আসে না ফিরে।