জ্ঞানচক্ষু খুলে দিয়ো
অজিত কুমার কর


যে যার ভাষায় বলুক কথা তাঁর কাছে তা মিঠা
যেমন মিঠা মায়ের হাসি মায়ের তৈরি পিঠা।
বহু ভাষাভাষীর এ দেশ সবাই যেন জানে
বীণাপাণি দাও- না বলে সবার কানেকানে।


নবীন-প্রবীণ অঞ্জলি দেয় শুক্লা পঞ্চমীতে
তোমার কথা শুনবে তখন হাজির শুদ্ধ-চিতে।
হাজার হাজার ভাষা আছে বিশ্ব চরাচরে
যে যার ভাষা লালন করে পরম সমাদরে।


খান সেনারা বড়ই অবুঝ বদমেজাজী ভারী
শাসক যা চায় মানতে হবে কড়া হুকুম জারি।
তুমি সেদিন হার মেনেছে ওদের জিদের কাছে
পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া কাঁদল গাছে গাছে।


মায়ের আঁচল ভিজিয়ে দিল ওদের ছোঁড়া গুলি
শত শত মায়ের ব্যথা কেমন করে ভুলি।
বোধের ঝুলি শূন্য কেন দাওনি কেন ভরে?
অঞ্জলি দিই বছর বছর তোমায় ভক্তিভরে।


বাহান্নতে ঢাকার বুকে উনিশ মে এই দেশে
ভাষামায়ের অশ্রুধারা পদ্মা-গঙ্গায় মেশে।
রক্তধারার বিনিময়ে অর্জিত স্বীকৃতি
দগদগে ঘা বারেবারে জাগায় শহিদস্মৃতি।


© অজিত কুমার কর