জোড়ায় জোড়ায় পরিযায়ী
অজিত কুমার কর

এসে গেছে শীত পাখিদের গীত
শুনি বসে দিঘিপাড়ে
আসে না তো কাছে কেউ বসে গাছে
শিস দেয় লেজ নাড়ে।

হাতে দূরবীন কাটে সারাদিন
ভেসে রয় পাশাপাশি
প্রেমের পরশ হৃদয়ে হরষ
বলে, 'আমি ভালোবাসি'।

ওরা পরিযায়ী ক্ষণকাল স্থায়ী
বড়জোর তিনমাস
ফিরে যাবে দেশে ওরা হেসে হেসে
শূন্যতা একরাশ।

সশরীরে নাই তবু কাছে পাই
ধরা আছে ক্যামেরায়
দেখি আর ভাবি নেই কোনো দাবি
তবু বলি, 'ফিরে আয়'।

© অজিত কুমার কর