যতদিন আছি সৎভাবে বাঁচি
অজিত কুমার কর

জল মাটি বায়ু ধরে রাখে আয়ু
তাই ভবে আছি টিকে,
ডাকি শুধু মাকে সব বলি তাঁকে
ঘটে যাহা দিকে দিকে।

সৎ পথে চলি ফুলে ফুলে অলি
পা'য়ে গা'য়ে লাগে রেণু,
রবি ডুবে গেলে রং দেবে ঢেলে
গোঠে ফেরে যত ধেনু।

দেহ হবে মাটি মন রাখো খাঁটি
মিছে কথা কভু নয়,
চাঁদ গ্রহ তারা দূরে আছে যারা
কেন এত দূরে রয়?

রোদ বায়ু জল দেয় দেহে বল
তাই জীব বেঁচে আছে,
চাই কীবা আর খুলে রাখো দ্বার
ফুল ফোটে গাছে গাছে।

© অজিত কুমার কর