ঝিঁঝিপোকা ঝিঁঝিপোকা ডাকিস কেন এতো
গঙ্গাফড়িং ডাকে না তো কক্ষনো তোর মতো।
তোরা থাকিস ঘাসের ভিতর ফড়িং গাছের ডালে
কখন কী খাস দেখেনি কেউ পাতার অন্তরালে।


বর্ষাকালে কাজের শেষে যখন ফিরি আমি
একটানা ডাক ভালোই লাগে লাঙল কাঁধে থামি।
তোদের ডাকের ছন্দ খুঁজি বোধ হয় আশাবরি
ইচ্ছে করে তোদের মতো আমিও গান ধরি।


দাদুরিও পাল্লা দিয়ে গ্যাঙর গ্যাঙর ডাকে
দুটো সুরের ঐকতানের ডেসিবেল কে মাপে!
তবলা-সেতার সরোদ-বীণা যখন ছন্দে বাজে
বিমুগ্ধ হয় সকল শ্রোতা হাতের নিপুণ কাজে।


তোদের যুগলবন্দি সেদিন ভিডিও রেকর্ড করি
তোরাও তো বেশ পারদর্শী জোনাক সহচরি।
নিঝুম রাতে আলোকসজ্জা হৃদয় করে চুরি
শুনে সবাই ক’রল তারিফ এটাই বাহাদুরি।