*              জ্বলন


সুন্দরী এক বলছে কথা দেখে
সরেই গেলে তুমি অনেক দূরে
ভাবলে বুঝি পরাগ নেব মেখে
তাকালে না একটিবারও ঘুরে।


কী যে হল বলছ না তো কথা
ডাক দিলেও দাও না তুমি সাড়া
কেন এমন কঠোর নিরবতা
জীবন অচল আলো বাতাস ছাড়া।


রাগলে তোমায় দেখতে দারুণ লাগে
কিন্তু কবে ভাঙবে তোমার গোসা
আবার কবে রাঙবে কপোল ফাগে
পড়বে ঝরে মদির ঠোঁসা ঠোঁসা।


শীতের পরে বসন্তিকা আসে
প্রকৃতিও ওঠে তখন সেজে
কী মাধুরী আকাশে বাতাসে
তোমার নূপুর কখন উঠবে বেজে।


© অজিত কুমার কর