প্রতিবাদের উঠুক-না ঢেউ হয় না যেন কর্মনাশা
স্তব্ধ হলে জনজীবন বিড়ম্বনা- সর্বনাশা।
উৎপাদনে ঘাটতি হলে পড়বে ভেঙে অর্থনীতি
পারবে না তা করতে চাঙা জিন্দাবাদের দৃপ্ত গীতি।


নিত্য প্রয়োজনে মানুষ এদিক-ওদিক বেড়ায় ছুটে যানবাহনের অভাববোধে আপশোশে সে মাথা কুটে। কারও কোলে রুগ্ন শিশু কার বা প্রবল প্রসব ব্যথা পৌঁছাবে সে কেমন করে, গুমরে মরে মনের কথা।


গড়ুক চাকা উঠুক ধোঁয়া সচল থাকুক কাজের ধারা
অল্প কিছুক্ষণের জন্য হোক না স্তব্ধ বঙ্গ সারা।
সুষ্ঠুভাবে দাবিসনদ দাওনা জমা যথাস্থানে
কোথায় কত ঘাটতি আছে প্রশাসকও বিশদ জানে।


অকারণে বাড়তি ছুটি কীসের জন্য দরাজ এতো
মানুষ সবই বুঝতে পারে দিনে দিনে দেখবে কতো!
নিয়ম-নীতির তোয়াক্কা নেই চাওয়ার আগেই ভর্তি ঝুলি
দেখে দেখে চোখ পচে যায় বাঁশের সাঁকোয় কেমন দুলি!