*   কখন চলে গেলে
   অজিত কুমার কর


কখন তুমি ছড়িয়ে গেলে
     এত মুক্তা ঘাসে,
রবির কিরণ মেখে ওরা
   আমায় দেখে হাসে।


দেখে আমি বুঝতে পারি
    তোমার কৃপাবলে,  
আমারে না জানিয়ে তুমি
    কখন গেলে চলে।


    দাত্রী যখন চলে গেছে
     শিশির তুমি থাকো,
তোমার কোমল স্পর্শ দিয়ে
     আমায় খুশি রাখো।


   একটুখানি হাসল শুনে
     ফুরিয়ে যাবে আয়ু,
আলোকের ওই ঝর্ণাধারায়
       তপ্ত হলে বায়ু।