কালের স্রোতে বিলুপ্ত
অজিত কুমার কর


কত প্রাণী ছিল ধরায়
এখন সেসব স্বর্গত,
বিবর্তনের হাত ধরে কী
হবে আবার জাগ্রত?


খুদ ছড়ালে আসত চড়াই
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ত খুব,
ও' পানকৌড়ি কোথায় গেলি
দিঘির বুকে দে-না ডুব।


মাছ শিকারে পটু ভীষণ
মাছরাঙা নেই ওঁত পেতে,
ভাবলে খুবই অবাক লাগে
কাক আসে না ধান খেতে!


একে একে যায় হারিয়ে
এই পৃথিবীর অনেক প্রাণ,
আর কোনোদিন ফিরে এসে
শোনাবে না মধুর গান।


রোজই ঘরের একটা কোণে
ঘুঘু-ঘুঘির দেখা পাই,
আর কতদিন রইবে ধরায়
দোলায় বসে ভাবি তাই।


© অজিত কুমার কর