কান্নাহাসির দোলদুলুনি
অজিত কুমার কর


বিশ্বজুড়ে দিবারাত্র চলছে একই খেলা
কোথাও আলো কোথাও আঁধার সুসময় কালবেলা।
জীবনেও একই চিত্র রোদন এবং হাসি
সুখ-দুঃখের অবস্থিতি যেমন পাশাপাশি।


দিন ফুরোলে রাত্রি নামে আঁধারে যায় ঢেকে
শিউলি তখন নয়ন মেলে কেউ কি ওকে দেখে?
দেখার জন্য জেগে থাকি বারান্দায় একাকী
ঘন্টার পর ঘন্টা কাটে ভোর হতে ঢের বাকি।


আমার পাড়া তখন ঘুমায়, ঘুমায় গাছের পাখি
রাতের বাজার তখন খোলা ওদের হাঁকাহাঁকি।
প্রশ্বাসে নিই ফুলের সুবাস তৃপ্তিতে মন ভরে
সারাদিনের জমা বেদন নিমেষে যায় ঝরে।


শত দুখেও হই না কাতর পেলেও কষ্ট ব্যথা
গ্রাস যেন না করতে পারে আমায় বিষণ্ণতা।
দুখের পরে সুখ আসবেই ঘোরে চক্রাকারে
মনকে বলি সহিষ্ণু হও আমিই বারেবারে।


বিঘ্নকে জয় করতে হবেই আসুক যতই বাধা
কৃতকার্য হলেই খুশি সমস্যার সমাধা।
উপর দিকে উঠতে থাকে তুবড়ির ফুলঝুরি
জানি ওটাও নিভে যাবে সব আনন্দ চুরি।


© অজিত কুমার কর