দিঘি-বুকে পদ্ম ফোটে পঙ্কে থাকে গোড়া
সুরভিতে মাতোয়ারা খ্যাতি বিশ্বজোড়া।
করে না বিচার কেউ জন্ম কোথা এর
শ্রদ্ধায় অঞ্জলি দেয় পাই যে তা টের।
দেবতা গ্রহণ করে হাস্যমুখে তাহা
অর্চক নিজেও ভাবে কী সুন্দর আহা!
পূজক আরাধ্যদেব উভয়েই তৃপ্ত
সুসম্পন্ন অর্ঘ্যদান অর্চক উদ্দীপ্ত।


জন্মে যদি যত্রতত্র নিন্দা কেন করো
সমাদরে সযতনে বক্ষে তাকে ধরো।
কর্ম দিয়ে পরিচয় জন্ম দিয়ে নয়
ফুল ফোটে গন্ধ দেয় করে বিশ্বজয়।
শুভ বোধ শুভ চিন্তা জাগরুক হোক
মুছে যাক ধরা হতে কানীনের শোক।