সাগরের গা'য় হাত পড়েছে তাই সুনামির ঢল
ভাগ্য ভালো রেখে গেছে লোটা আর কম্বল।
বেপরোয়া মনোভাবের চরম শাস্তি এই
অদৃশ্য এক শক্তি আছে সে বোধ ওদের নেই।


গণতন্ত্রের স্বরূপ এরা বুঝবে কবে আর
আমজনতার কোপানলে সবকিছু ছারখার।
জনগণের টাকায় ওদের নিত্য মহোৎসব
তোষণ নীতির রমরমাতে বিলুপ্ত বৈভব।


হাজার হাজার যুবা যূনীর তপ্ত চোখের জল
ওরা কী না করতে পারে অসীম ওদের বল।
পথে কেন বসতে হ'লো কে দেবে উত্তর
ওরা সবাই যোগ্য প্রার্থী দাও চিঠি সত্বর।


শিষ্টাচারের অভাব ভীষণ গুণী পায় না মান
লেজুড়বৃত্তি করছে যারা তাদের প্রতি টান।
লালের যেমন দৈন্যদশা নীলের হবে তাই
আতস কাচে দেখতে হবে সন্দেহ আর নাই।


তলে তলে পুকুরচুরি সব কি ঢাকা রায়
বাকি জীবন কাটবে জেলে চোর অপবাদ গা'য়।
যারা বসায় তারাই তোলে আবার ছুঁড়ে দেয়
মৌন থেকে এক নিমেষে সবটা কেড়ে নেয়।