কাশফুল রূপ অতুল
অজিত কুমার কর


এখন থেকেই খুশির লহর রাশি রাশি ফুটল কাশ
উমার আসার সময় হল চলছে এখন আশিন মাস।
বাতাসে তার অনুরণন     উড়ু উড়ু বাঙালির মন
বাদলমেঘের ভ্রুকুটি নেই কী অপূর্ব নীল আকাশ!
বাতাসেও আসছে ভেসে ছাতিমফুলের মধুর বাস।


হাঁটাহাঁটির বিরতি নেই, গাঁয়ের মেঠোপথ ধরে
প্রাতর্ভ্রমণ, সান্ধ্যভ্রমণ চলছে প্রিয়ার হাত ধরে।
একটু গেলেই দেখা মেলে      দোলায় মাথা বাতাস পেলে
কাছে যাওয়া যায় না ওদের ব্যাকুলতা অন্তরে
সরীসৃপের বাস ওখানে তাইতো যেতে ভয় করে।


ডাইনে বাঁয়ে যেদিক তাকাই পড়ছে চোখে হরেক ফুল
লজ্জাবতী স্পর্শকাতর তাই করি না এমন ভুল।
থাকুক জেগে আমরা দেখি      বিড়ম্বনা ওদের যে কী
কদম ফুলের মতোই ও'ফুল সংখ্যাও নয় অপ্রতুল
শিশিরকণার মাণিক্য গা'য় গোলাপী রং রূপ অতুল।


অন্য সবার মতোই আমার শরৎ এলে মন কেমন
দিঘির বুকে শাপলা-শালুক দু'পাড়জুড়ে কাশের বন।
কাশের ছবি দিঘির বুকে      গানের কলি বঁধুর মুখে
আর তো কদিন পরেই ঘটবে মহামায়ার আগমন
যা যা লাগে দিচ্ছে জোগান প্রকৃতি-মা অকৃপণ।


© অজিত কুমার কর