*
   খাবার খোঁজে, ঘুরে বেড়ায় কোথাও খাবার নাই
      প্রবল শীতে বরফে ঢাকা বিষণ্ণ মন তাই।
                অভুক্ত রয় খাদ্য বিনে
               শক্তি হারায় দিনে দিনে
      এভাবেই তো বিলুপ্ত হয় কত রকম জীব
      পৃথিবীতে ঘটছে এমন উন্নত জীব ক্লীব।


       রক্ষাকবচ দিতে গেলে চাই দরদি মন
       প্রাণীর প্রতি লক্ষ্য রাখা জরুরি এখন।
             কেন আমরা হই উদাসীন
             জীবনযাপন লাগামবিহীন
      গুপ্ত পথে চলছে শিকার মানুষ সর্বভুক
    এ হিংস্রতা যায় না সহা কম্পিত হয় বুক।


   পৃথিবীতে কোনো জীবই মোটেও তুচ্ছ নয়
   লোভের বশে করলে হনন নামবে বিপর্যয়।
           চরম বিপদ আনছি ডেকে
          কালিমায় মুখ যাচ্ছে ঢেকে
    জীবন-শিকল ছিন্ন করে কেবলই মানুষ
   কত দিনে সজাগ হবে ফিরবে কবে হুঁশ।


  অসহায় ওই প্রাণীকুলের দেখি কাতর চোখ
   একটুখানি সহৃদয় হও হাসবে মর্ত্যলোক।
            আমরা র'বো ওরাও রবে
           প্রেমের বাঁশি বাজবে তবে
    ওদের ব্যথায় সমব্যথী চক্ষে ঝরে জল
   ওদের কষ্ট লাঘব হলে প্রাণ হবে উচ্ছল।


© অজিত কুমার কর