কাটবি সাঁতার পাশাপাশি
অজিত কুমার কর


বসন্ত না এলেও কেন মনভোমরা গুনগুনায়
জানিও কার পরশ চায়
পাতার আড়ে কেবল কুঁড়ি রং ধরেনি অশোকে
যাবি আনন্দলোকে
শীত এখনও যায়নি ফিরে আর কটাদিন সবুর কর
মহুল বনে বাঁধব ঘর
সঙ্গ দেবে ডালিয়া
পিউ কাঁহা পিউ কাঁহা গান শোনাবে পাপিয়া।
শুনবে এসব ঋতুরাজ
প্রস্তুতি তাঁর চলছে এখন মনোমোহিনী অঙ্গসাজ।
ওর প্রতীক্ষায় গুনছে প্রহর বিহঙ্গ-কীটপতঙ্গ
হৃদয়ে প্রেমতরঙ্গ
বাতাসে তার আভাস পাই
দেরি নাই আর দেরি নাই
প্রেম যমুনায় কাটবি সাঁতার তখন পাশাপাশি
বাজবে মোহনবাঁশি।


© অজিত কুমার কর