কাটল আঁধার
অজিত কুমার কর


মানবে না কেউ লালমুখোদের অধীনতা
সকলে চায় ভারতমাতার স্বাধীনতা।
নিংড়ে নিল সবটুকু রস জাঁতাকলে
চাবুক মেরে নলের ডগায় সুকৌশলে।


ধিকিধিকি জ্বলছে আগুন দেশের বুকে
ভারতবাসীর কাটছে সময় বিষম দুঃখে।
দুশো বছর রইল ডুবে অন্ধকারে
স্বদেশপ্রেমী সন্তানেরা সেলুলারে।


শাসককুলের অত্যাচারে বর্বরতা
বেড়েই চলে হৃদয়হীনের নির্মমতা।
নির্যাতিতের চিত্তে প্রবল তুফান ওঠে
একটা ছাতার তলায় এবার সবাই জোটে।


হার মেনেছে ব্রিটিশ শাসক পরিশেষে
ভাগ্যদেবী আড়াল থেকে উঠলো হেসে।
ভারত স্বাধীন, উড়ল এবার দেশের ধ্বজা
ঘুচে গেল বিশাল তফাৎ শাসক-প্রজা।