কে বাড়াবে হাত


কেবা আছে ধরণিতে সমব্যথী দুখে।
সরে পড়ে দূর থেকে পাছে ডেকে বলে,
‘দুটো টাকা দাও বাবু যেয়ো না গো চলে,
ছেলে-মেয়ে-বউ নিয়ে রও বাবা সুখে।
নিজে খাবো কিছু দেবো শিশুটির মুখে
কিছু পড়ে নাই পেটে আছি শুধু জলে
বল নাই দাঁড়াবার পা দুটি যে টলে
কিছু যদি নাই দাও জান যাবে ভুখে ।‘

টনক নড়ে না তবু ভাবে অপচয়
এ রকম কত আছে কীবা পরিচয়!
‘নরনারায়ণ সেবা’ এ কী দশা তার!
ভালবাসা-প্রেম-প্রীতি শুধু লেখা রয়
বেহুঁশের ছড়াছড়ি সারা বিশ্বময়
বিবেকের বাণীগুলি করে হাহাকার।