কে গো তুমি নীল নয়না


নয়ন যেন অতল সাগর
কে গো তুমি
কোন কাননের ফুল?
চোখ ফিরাতে পারছি না যে
মুখের ওপর
ঢেউ খেলে যায় চুল।


অধরজুড়ে মধুর হাসি
ভ্রমরের বিলাপ
হৃদয়-সাগর উথালপাথাল
কী তার পরিমাপ!


চললে কোথায়, কেন এমন
শশব্যস্ত
পাই না ভেবে কূল।


তিলেক দাঁড়াও নীলনয়না
সুবাস বয়ে
আনছে সমীরণ
দূর থেকেও পাচ্ছি সে ঘ্রাণ
চলে গেলে
অন্তরে বেদন।


আঁচলখানি উড়ছে হাওয়ায়
যেন সাগর-ঢেউ
আমার চোখে পড়ছে ধরা
ঝাউ ছাড়া নেই কেউ।


দেখা দিলে ও দাও না ধরা
ওইটুকুতেই
প্রেমের আস্বাদন।


© অজিত কুমার কর