যতবার ভাবি যাব না ওখানে আমি
তবু ছুটে যাই কেন বারবার
নদীঘাটে গিয়ে থামি।


কে যেন আমায় হাতছানি দিয়ে ডাকে
বেজে ওঠে মল রুম ঝুম ঝুম
ঘাটে মন পড়ে থাকে।


এইতো সেদিন দিয়েছিল এসে দেখা
চকিত হরিণী অধরা মাধুরী
নয়নে কাজলরেখা।


আঁকা হয়ে আছে আঁখিপটে সেই ছবি
গোধূলিবেলায় সোনালি আভায়
আড়ালে তখন রবি।


ঘাটে বসে রই ঢেউগুলো তীরে ভাঙে
এপার-ওপার খেয়া পারাপার
ভাটিয়ালি ভাসে গাঙে।


তীরে ভেড়ে তরি চেয়ে রই অপলকে
আঁধার ঘনায় নদী বয়ে যায়
পাগলিটা শুধু বকে।