কে তুমি আড়ালে
অজিত কুমার কর


কে গান উঠল গেয়ে
রাত্রি গভীর আকাশ মেঘে ছেয়ে
এদিক-ওদিক তাকাই আমি পাইনি কারেও খুঁজে
তখন আমি ভাবতে থাকি চক্ষু বুজে
চোখ খোলা বা বন্ধ রাখা
একই ব্যাপার, অন্ধকারে ঢাকা।


ঘরে তখন একা
মেঘলা আকাশ যায় না তারা দেখা
গানটা হঠাৎ বন্ধ হল কেন?
অদ্ভুতুড়ে যেন
তবে বোধহয় ভুল শুনেছি
বেঁচে আছি নাকি আমি মরেই গেছি?
চিমটি কেটে দেখি নিজের গায়ে
লাগছে ব্যাথা, হঠাৎ চাঁপার গন্ধ বায়ে।


দাঁড়িয়েছিলাম বারান্দাতে আমি
ওগো অন্তর্যামী
আমায় নিয়ে কেন এমন খেলা
তোমার স্বরূপ উদঘাটনে কাটল সারাবেলা
যেমন করাও তেমনি আমি করি
ভেবে ভেবে দিন কেটে যায় অন্ধ বিভাবরী
জ্বেলে দিলাম দ্বিধাভরে আমার ঘরের আলো
ভেবে নিলাম যা করেছো এটাই আমার ভালো।


© অজিত কুমার কর